আজ


এমরান হোসেন রাসেল©

জাতিসংঘের ২০০৫ সালে এক রিপোর্ট বলছে২০০৫ সালে পৃথিবীতে প্রায় দুই কোটি সত্তুর লক্ষ দাস ছিল।  ইতিহাসের পাতায় দৃষ্টি ফেললে দেখা যায় ৪০০ বছরে আগে আমেরিকায় সে পরিমাণ মানুষকে দাসত্ব বরণ করতে হয়েছিল, ২০০৫ সালে দাসেরা সংখ্যায় দ্বিগুণ এরপর ছোট-বড় কয়েকটি যুদ্ধ এই পরিমাণকে বৃদ্ধি করা ছাড়া, কমায় নি।