আজ
ঐতিহাসিকের নোটবুক— সিরাজুল ইসলাম

এমরান হোসেন রাসেল©

ইতিহাস একটি জটিল বিষয় এবং নিরপেক্ষ ইতিহাস এক অলীক বস্তু। যার সবচেয়ে প্রামাণ্য দলিলগুলো ভূগর্ভে নির্ভাবনায় ঘুমিয়ে রয়েছে। সেগুলোকে খুঁচিয়ে বের করতে হয়। কম-বেশি সব ইতিহাসই কোন-না-কোন প্রভাবে স্ফীত বা সংকুচিত। একমাত্র সুক্ষ্ম বিবেচনার অধিকারী মস্তিস্ক এবং দক্ষ আর অভিজ্ঞ হাতেই সত্য ইতিহাস উন্মোচিত হয়।