এমরান হোসেন রাসেল©
তোমার কাছে চিঠি লিখিনি কোনদিন।
আজ চিঠির যুগ না। যদি লিখতাম তবে কী লিখতাম ! তাই ভাবছি। লিখতে পারি নি, লেখার হাত ছিল
না ।
জানি না তোমার পড়ার সুযোগ হবে কী
না ! তবু নিজের একান্ত কথাগুলো অক্ষরে-অক্ষরে সাজাতে মন চাইছে, যেমনটি তুমি
জীবন সাজাতে চেয়েছিলে।