এমরান হোসেন রাসেল©
নেপাল ভ্রমণের স্মৃতি ভুলে যেতে চাই, মুছে
দিতে চাই হৃদয় থেকে কিন্তু যত মুছে ফেলতে চাই ততই মনের গহিনে আস্তানা নেয়।
সাল
২০০৪, ফেব্রুয়ারী কি মার্চ, কোন একদিন বাই-রোড চায়নার
উদ্দেশ্য যাত্রা করলাম। ভারত হয়ে নেপাল, নেপাল হয়ে চায়না।
সঙ্গীহীন আমার সাথে একটি Sports Bag তাতে কাপড়চোপড়, দু’একটি বই ও আনুষঙ্গিক জিনিসপত্র আর একটি Waist
Bag-এ পাসপোর্ট, ডলার, কলম-কাগজ।
ভিসার কথাগুলো যথাস্থানে বলব। যাত্রার উদ্দেশ্য ব্যবসায়িক, ছুটি
কাঁটানোর বিনোদন-যাত্রা নয়।