এমরান হোসেন রাসেল©
যান্ত্রিক
পর্দায় ভেসে উঠা কিছু লেখা, কিছু ভাবনা, কিছু আশা বা হতাশায় মিল হলে পর বন্ধুত্বের আহ্বান বা
আহ্বানে সাড়ায় আমার ফেসবুক বন্ধুমহল। যাঁদের কণ্ঠ অজানা, অবয়ব অদেখা; কারো সাথে
কোনদিন দেখা হবে, কথা হবে এই ভাবনা কোনদিন মনের দরজায় টোকা দেয়নি। পারতপক্ষে
ফোনে/মোবাইলে কথা হবে এমনও ভাবায়নি আমার মন আমার মগজকে। তবু প্রতিদিনের কিছু সময়
এমনই অজানা-অদেখাদের সাথে আমার বসবাস এক বিনে সুতায় গাঁথা। প্রত্যেকেই যেন এক একটা
চোরকাঁটা, যাঁরা ছোঁয়া-ছায়াহীন।