মায়া । এক অদ্ভুত শব্দ । মায়ার বহু ভালো গুণ যেমন আছে, তেমনি খারাপ গুণও আছে । মায়াহীন কেউ নেই । যাতে আমার মায়া তাতে তোমার নেই, আবার যাতে তোমার মায়া তাতে আমার নেই । তবে মায়া নেই তেমন কেউ নেই, থাকতে পারে না, সম্ভব না । মায়ার কারণেই এই জগৎ আজও চলমান । নইলে স্থবির হয়ে যেত জগৎ, সাথে তুমি-আমি সকলে । যাবৎ মনীষী, মহাপুরুষ, সত্যের পথ প্রদর্শক সবার কিন্তু 'মায়া'-কে নিয়ে যতসব কাজকর্ম ছিল । কেউ হয়তো বলেছেন ক মায়া ছাড়তে, তো কেউ বলেছেন খ মায়াকে ধরতে। মায়া মনে হয় একটি ভ্রম । যা ধরা যায় না, ছোয়া যায় না, দেখা যায় না, শোনা যায় না । উপলব্ধি করা যায় ।
আজ
মায়া
মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫
মায়া । এক অদ্ভুত শব্দ । মায়ার বহু ভালো গুণ যেমন আছে, তেমনি খারাপ গুণও আছে । মায়াহীন কেউ নেই । যাতে আমার মায়া তাতে তোমার নেই, আবার যাতে তোমার মায়া তাতে আমার নেই । তবে মায়া নেই তেমন কেউ নেই, থাকতে পারে না, সম্ভব না । মায়ার কারণেই এই জগৎ আজও চলমান । নইলে স্থবির হয়ে যেত জগৎ, সাথে তুমি-আমি সকলে । যাবৎ মনীষী, মহাপুরুষ, সত্যের পথ প্রদর্শক সবার কিন্তু 'মায়া'-কে নিয়ে যতসব কাজকর্ম ছিল । কেউ হয়তো বলেছেন ক মায়া ছাড়তে, তো কেউ বলেছেন খ মায়াকে ধরতে। মায়া মনে হয় একটি ভ্রম । যা ধরা যায় না, ছোয়া যায় না, দেখা যায় না, শোনা যায় না । উপলব্ধি করা যায় ।